নামুজা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ চেক প্রত্যাখ্যত মামলায় গ্রেফতার

বগুড়া সদরের নামুজা এসএসআই ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলীকে কাহালু থানা পুলিশ আদালতের ওয়ারেন্টমুলে তাকে উপজেলার পাইকড় ইউনিয়নের মহিষামুড়া গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। সোমবার বিকালে ওসি মাহমুদ হাসান জানান, গ্রেফতার রুস্তম আলীকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, রুস্তম আলী সাকিদার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের মহিষামুড়া গ্রামের খাজা বাহাউদ্দিন সাকিদারের ছেলে। তিনি বগুড়া সদরের নামুজা এসএসআই ফাজিল ডিগ্রি মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ। রুস্তম আলী সাকিদার কয়েক বছর আগে মাদ্রাসার সাবেক সহ-সভাপতি ও নামুজা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বগারপাড়া গ্রামের আঃ করিমের কাছে তিন লাখ টাকা ধার নেন।
ধার নেওয়ার সময় চেক দিয়েছিলেন। চেকটি ব্যাংকে প্রত্যাখ্যাত হওয়ায় তার বিরুদ্ধে বগুড়া ২নং জেলা যুগ্ম জজ আদালতে মামলা হয়। আদালত চলতি বছরের ২৫ জুন রুস্তম আলী সাকিদারকে তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড দেন। পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। বাদী পক্ষে অ্যাডভোকেট রুবেল ইসলাম মামলা পরিচালনা করেন।
কাহালু থানার এএসআই আবদুল বারী জানান, রোববার রাতে ওয়ারেন্টমূলে কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের মহিষামুড়া গ্রামের বাড়ি থেকে রুস্তম আলী সাকিদারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন