'শারদ উৎসব নির্বিঘ্ন করতে সকলকে সচেতন থাকতে হবে'- পরিমল প্রসাদ

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের রাজাবাজারে সংগঠনের সভাপতি পরিমল প্রসাদ রাজের সভাপতিত্বে আসন্ন দুর্গা পূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদারের পরিচালনায় সভায় পরিমল প্রসাদ রাজ বলেন, শারদ উৎসব সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মন্দিরের নিরাপত্তা নিশ্চিতের সবরকম সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে লক্ষ্যে প্রতিটি মন্দিরে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপন, নারী পুরুষের পৃথক যাতায়াত ব্যবস্থা রাখা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মন্দিরের নিজস্ব ভলেন্টিয়ার নিযুক্ত রাখতে হবে যা বগুড়া পৌরসভা এলাকায় নিশ্চিত করতে পৌর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দদের নির্দেশনা দেন তিনি। এছাড়াও সভায় তিনি বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে এলাকার হতদরিদ্র মানুষ গুলোর জন্য বিভিন্ন মানবিক উদ্যোগ পরিচালনার লক্ষ্যে উদ্যোগ নিতে হবে যেমন অসহায়দের মাঝে বস্ত্র ও পূজা সামগ্রী বিতরণ যে উদ্যোগের পাশে থাকবে পৌর পূজা উদযাপন পরিষদ। সভায় তিনি সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজাকে ঘিরে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনের লক্ষ্যে আহ্বান জানান।
এছাড়াও সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজ নিজ এলাকার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের
সহ-সভাপতি দীপক রায় দীপু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায়, কোষাধ্যক্ষ জীবন দাস, সমাজ কল্যাণ সম্পাদক বিদ্যুৎ পাল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুরঞ্জিত সরকার, পাপ্পু কুন্ডু কার্যনির্বাহী সদস্য যথাক্রমে দেবাশীষ সাহা, সুদেব দাস, পলাশ দাস, হরিপদ দাস রনি প্রমুখ।
সভায় আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা পূজা উদযাপন পরিষদের সাথে সমন্বয়ের মাধ্যমে ঐক্যবদ্ধ ভূমিকায় আসন্ন শারদ উৎসব নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে আরো বেশকিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরিশেষে নেতৃবৃন্দ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামের সাথে সাক্ষাৎ করে সভায় গৃহীত সিদ্ধান্তগুলো সমন্বয় করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন