নন্দীগ্রামে ভাটগ্রাম রাস্তার বেহাল দশা, বিপাকে এলাকাবাসী

বগুড়ার নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল দশায় পরিনত হয়েছে সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। প্রাপ্ত তথ্য জানা গেছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাটের শেষ সিমানা থেকে চাকলমা বাজার প্রর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের জন্য অনুপযোগী হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে অতি বৃষ্টির পানি জমে থাকার ফলে রাস্তাটি হাটু পরিমান কাঁদার সৃষ্টি হয়। এই রাস্তাটি দিয়ে প্রায় ১০টি গ্রামের মানুষ চলাচল করে থাকে। একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে, ফলে রাস্তাটি এমন বেহাল দশায় পরিনত হয়ে পড়ে যে সাধারন মানুষ পায়ে প্রর্যন্ত চলাচল করতে পারেনা। ওই রাস্তাটি দিয়ে প্রতিদিন শতশত ছাত্র/ছাত্রী পড়াশোনা করতে যায়। কৃষি পণ্য সহ বিভিন্ন জিনিস পত্র বহণের একমাত্র রাস্তায় হচ্ছে এটি। সব মিলিয়ে প্রায় ১০টি গ্রামের মানুষ চরম বিপাকে পড়ে আছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেয়াজের সাথে কথা বললে তিনি এই প্রতিনিধিকে জানান,রাস্তাটি ইতি পূর্বে টেন্ডার আহবান করা হয়েছিল কিন্ত কোন ঠিকাদারি প্রতিষ্টান অংশগ্রহণ করেনি। যার কারনে আবার টেন্ডার করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন