ফকিরনী নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
-16.10_.23_.jpg)
নওগাঁর মান্দায় ফকিরনী নদীসহ সারা দেশে ৪৩০টি ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা ১১টার দিকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড ও মান্দা উপজেলা প্রশাসন যৌথভাবে ইউএনওর সভা কক্ষে সুধী সমবেশের আয়োজন করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর কুমার পাল, মান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, পাউবো নওগাঁর উপসহকারী প্রকৌশলী মাহমুদুল জাকী ও শাহানুর আলম, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও এসএম গোলাম আজম, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু সাঈদ জালাল চঞ্চল, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ফকিরনী নদীর পাড়ে দোয়া অনুষ্ঠিত হয়।
ফকিরনী নদীপাড়ের বাসিন্দা খোরশেদ আলম বলেন, তলদেশ ভরাট হয়ে যাওয়ায় ফকিন্নী মরা নদীতে পরিণত হয়েছিল। বর্ষার সময় দু-তিন মাসের বেশি পানিপ্রবাহ থাকত না। কিন্তু পুনঃখননের ফলে এবারের বর্ষা মৌসুমে এই নদী দিয়ে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হয়েছে। শুষ্ক মৌসুমেও পর্যাপ্ত পানি থাকবে বলে আশা করছি।
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম গোলাম আজম বলেন, পুনঃখনন কাজ সম্পন্ন হওয়ায় নদীটিতে প্রাণ ফিরে এসেছে। পুনঃখনন করা না হলে এবারে ভয়াবহ বন্যার কবলে পড়তেন এ অঞ্চলের মানুষ।
নওগাঁ পাউবোর সহকারী প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, নদীটির ১৪ দশমিক ৪০০ কিলোমিটার এলাকা পুনঃখনন কাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে ৮ কোটি ২৮ লাখ ৮৩ হাজার টাকা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন