প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৩ ২২:৫৬

শাজাহানপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেণ্ট উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
শাজাহানপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেণ্ট উদ্বোধন

চাঁচাইতারা তরুণ ক্লাবের উদ্যোগে বগুড়ার শাজাহানপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট-২০২৩। গত শুক্রবার বিকালে সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেণ্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 
উদ্বোধনী ম্যাচে হেলেঞ্চাপাড়া একতা যুব সংঘকে ৩-৫ গোলে হারিয়ে নন্দগ্রাম রেড চিলি ক্লব বিজয়ী হয়েছে। আব্দুল হালিম মাস্টারের সভাপতিত্বে টুর্নামেণ্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ। শিক্ষক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা ওয়াদুদ মুকুল, মাদলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল বারী মন্ডল, চাঁচাইতারা তরুণ ক্লাবের সভাপতি ও মাদলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে