নন্দীগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করেছে পুলিশ সুপার

নন্দীগ্রাম উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন করেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম। গত শুক্রবার মহাষষ্ঠীর রাতে উপজেলার বিভিন্ন পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। এই বার্তা সবার প্রাণে ছড়িয়ে যাক। সবাই মিলে আমরা আনন্দের সাথে দিন অতিবাহিত করি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য তৎপর থাকতে হবে। পূজা আয়োজকদের যে পরামর্শ দেয়া হয়েছে, তা মেনে চলতে বলা হয়েছে। সাম্প্রদায়িক সস্পৃতি বজায় রেখে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে সনাতন ধর্মালম্বীরা দুর্গোৎসব পালন করছে। এ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামন্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক সুনন্দা রায়, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ওমর আলী, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন