শিবগঞ্জে র্যাব-১২ উপসহকারি পরিচালকের নেতৃত্বে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

তিন স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে শিবগঞ্জ উপজেলা ৬০টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার মহানবমীর ১ম প্রহরে শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন বগুড়া র্যাব-১২ উপ সহকারি পরিচালক (ডিআইডি) আসাদ আলীর নেতৃত্বে সুসজ্জিত ২টি পিকআপ ভ্যানে র্যাব বাহিনী বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে। এসমউপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটি পরিষদ সভাপতি রাম নারায়ন কানু, সাধারণ সম্পাদক সুবির দত্ত। আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর এলাকার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মধ্যে শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল বারোয়ারীদুর্গাপূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার দেবাশীষ কুমার গুপ্ত, সাধারণ সসম্পাদক লক্ষ্মী নারায়ন দাস সংগ্রাম, অর্থ সম্পাদক গণেশ প্রসাদ কানু। এছাড়াও বানাইল বারোয়ার উত্তরপাড়া পূজামন্ডপ কমিটি সাধারণ সম্পাদক গোবিন্দচন্দ্র মোদক, বানাইল সর্বজনীন পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি রমেশ প্রসাদ কানু, মদকপাড়া পূজামন্ডপের কমিটি সভাপতি ফনি চন্দ্র মোদক উপস্থিত ছিলেন। পরে তারা শিবগঞ্জ সদর ইউনিয়নের সাহা পাড়া, সরকারপাড়া ছোট নারায়নপুর, বড় নারায়নপুর, দেবীপুর, সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন করে তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা সম্পূর্ণ হওয়ায় পূজাউদযাপন কমিটিকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন