ধুনটে প্রতীমা বিসর্জন শেষে বাড়ি ফেরার পথে যুবকের পায়ের রগ কর্তন

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া মন্দিরের প্রতীমা বিসর্জন শেষে বাড়ি ফেরার পথে অন্তর মালি (২২) নামে এক যুবককে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৭টার দিকে চুনিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অন্তুরকে প্রথমকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আহত যুবক অন্তর মালি ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের স্বপন মালির ছেলে। এদিকে বন্ধুকে বাচাঁতে গেলে আকাশ (২২) নামে আরেক যুবককেও কুপিয়ে আহত করে দূর্বৃত্তরা। আকাশ একই গ্রামের ফরিদ মোল্লার ছেলে। তাকে ধুনট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, অন্তর মালি চুনিয়াপাড়া মন্দিরের প্রতীমা বিসর্জন দিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরছিল। এসময় গোসাইবাড়ী পাকা রাস্তা উপর তাকে প্রকাশ্যেই ৭/৮জন যুবক ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন স্থানে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা সটকে পড়ে। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই এলাকার বাসিন্দা ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা হিন্দু ওই যুবককে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করেছে। ঘটনাটি শোনার পরই ধুনট থানা পুলিশকে জানানো হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন