প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৩ ২২:৪১

ধুনটে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনটে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার ধুনটে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ধুনট জিরোপয়েন্ট এলাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও শরিফুল ইসলাম খান।

এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র এজিএম বাদশাহ, সহ-সভাপতি গোলাম হোসেন সরকার, সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, যুগ্ন সম্পাদক ফরিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ফজলুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পপি রানী পোদ্দার সহ বিভিন্ন ইউনিয়ন আ‘লীগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে