প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৩ ২৩:৫৭

বগুড়ায় সুরেলয় সাংস্কৃতিক একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সুরেলয় সাংস্কৃতিক 
একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান

সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের রোমেনা আফাজ মুক্তমঞ্চে সুরেলয় সাংস্কৃতিক একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সভাপতি আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক প্রভাষক আলমগীর কবির। সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরেলয় সাংস্কৃতিক একাডেমীর সভাপতি জিতেন্দ্রনাথ সরকার। বক্তব্য রাখেন জোটের কার্যনির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, রবিউল করিম হৃদয়, যন্ত্রসঙ্গীত শিল্পী শফিকুল ইসলাম শ্যামল, রবি, রুপক, সঙ্গীত পরিবেশন করেন মনিরুজ্জামান মুন, রেশা ও রুবি। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে