প্রকাশিত : ২ নভেম্বর, ২০২৩ ২৩:৩৮

শিবগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

সারা দেশে বিএনপি জামায়াতের  অগ্নি সন্ত্রাস, ভাংচুর, জালাও পোড়াও ও নৈরাজ্য ও অবরোধের  প্রতিবাদে শিবগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সিজু, জেলা নেতা এজাজুল হক ডোনেল, উপজেলা যুবলীগের সহ সভাপতি শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ, পৌর যুবলীগের সভাপতি আজিজুল হক মিলন,সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম, যুবলীগ নেতা আল এমরান খন্দকার,রেজানুল ইসলাম পিন্টু,সাফিউল সরকার সাফি, সোহেল রানা,শাহনাজ বেগম প্রমূখ সভা শেষে বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে