কাজিপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ

কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের পাইকরতলী গ্ৰামে আরএইডি পূর্বপাড়া ৫০০ মিটার রাস্তা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ কাজিপুর অফিসের তত্ত্বাবধানে নিম্নমানের ইট এবং খোয়া দ্বারা নির্মাণের অভিযোগ উঠেছে।
সিরাজগঞ্জ জেলা গুরুত্বপূর্ণ গ্ৰামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প - ২০২১-২২ অর্থবছরের আওতায় ৫০০ মিটার দৈর্ঘ্য এবং ৩ মিটার প্রসস্থ, এই রাস্তা নির্মাণে সঠিক ভাবে হচ্ছে কিনা?
ঠিকাদারি প্রতিষ্ঠান সালমান ইন্টারপ্রাইজের প্রতিনিধি আতিকুর রহমান মিনুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির ফলে আমাদের কাজ করা কঠিন হয়ে পড়েছে, ক্ষতির মধ্যে আছি।
৫ নভেম্বর রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উল্লেখিত রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে চলমান আছে । পাইকরতলী গ্ৰামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য তোজাম্মেল হক বলেন, খুবই নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে , এই রাস্তা টিকবে না। অনেক বার ঠিকাদারকে বলছি, কাজ হচ্ছে না। একই গ্ৰামের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান বলেন, ইটের মান ভালো না, ইন্জিনিয়ারকে জানানোর পরেও কোন প্রকার প্রতিকার দেখছি না। একই অভিযোগ করেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য গোলাম রব্বানী, শুকুর আলী, আঃ খালেক।এলাকাবাসীর দাবি যথাসময়ে রাস্তা নির্মাণ করা হলে, আজকে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির অজুহাত দেখাতে পারতো না।
এই বিষয়ে সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, নিম্নমানের কাজ হলে, ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন,ইতিপূর্বে তাকে সতর্ক করে নোটিশ দেয়া হয়েছে ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন