গাবতলী পৌর বিএনপি বিক্ষোভ মিছিল
অবরোধের ১মদিনে ৮নভেম্বর বুধবার বগুড়ার গাবতলী পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক থানা বিএনপির সদস্য পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহিম পিন্টু, থানা বিএনপির সদস্য আবুল হোসেন মোল্লা, জাহিদুল ইসলাম জাহিদ, গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক আহবায়ক ছাবেদ আলী, পৌর বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান, আফছার আলী মিজু, মতিউর রহমান মতি, আ: গফুর শাহ, এস্কেন্দার আলী ময়না, আবু হাসনাত সাহিন, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ও তাজুল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, কৃষিবিষয়ক সম্পাদক নুরেজ্জামান, শ্রমবিষয়ক সম্পাদক রহেদুল, বিএনপি নেতা আ: হান্নান, মতিউর রহমান কামাল, আ: রাজ্জাক, ইউসুফ আলী সাকিল, মোনারুল ইসলাম টুটুন, আ: সবুর সবুজ, আব্দুল্লাহ, আনোয়ার, যুবদল নেতা আনোয়ার, মাহারুফ সম্্রাট, সোহাগ, তাজুল, দৌলত, নিপুল, ছনি, সাব্বির, মোস্তা, বাবু, রাজিব, সোহাগ, বেলাল, বিপ্লব, রাজিব, সজল, মোহন, পলাশ, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি জিল্লুর ও বাবু, সাধারণ সম্পাদক আনিছার, সাংগঠনিক সম্পাদক মর্নিং, ছাত্রদল নেতা আ: গনি, আ: ওহাব, সাখাওয়াত, বিপ্লব, মমিন, রাহী, সাহেল, নাহিদ, মঈনুল, মেহেদী, মনি, সাঈদ, রিয়াদ, শ্রমিকদল নেতা সিহাব, বাপ্পী, তাতীদলের পলিন, সেক্রেটারী সৌরভ, তাতীদল নেতা মামুন, ছামছুল, খাজা প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন