প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২৩ ২১:৫২
বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় আটক ২
শেরপুর(বগুড়া)প্রতিনিধি-
বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় দুই জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, বিএনপি নেতা আবদুর রাজ্জাক (৪৮) ও ছাত্রদল নেতা আলামিন হোসেন (২৩)।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে তাদেরকে আটক করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, সারা দেশব্যাপী বিএনপি’র ডাকা টানা অবরোধ কর্মসূচি পালনের অংশ হিসেবে বগুড়ার শেরপুরে কর্মসূচি পালন করছে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি। বুধবার পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করা কালে পূর্বের মামলায় তাদেরকে আটক করে থানা পুলিশ।
শেরপুর থানার এসআই সাঈফ আহমেদ জানান, ২০২২ সালের ১৭ নভেম্বরে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাদেরকে আটক করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন