দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ সাড়ে ৯হাজার টাকা জরিমানা
দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছেন। গত ১৬নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানকালে উপজেলা সদরের থানা বাসস্ট্যান্ড এলাকায় গ্যাসের সিলিন্ডার বিক্রির লাইসেন্স না থাকার অপরাধে দোকান মালিক শিফা এর ৩হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মুদি দোকানী বিপ্লবের ৫’শ টাকা, জোবেদা সপিং সেন্টারে কসমেটিক্স সামগ্রী মেয়াদ উত্তীর্ণ হওয়া ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকার অপরাধে পিংকি কসমেটিক্স গিফ্ট এন্ড লেদার হাইস মালিকের ৫হাজার টাকা ও কসমেটিক্স পন্যে মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ না থাকার অপরাধে বধুয়া কসমেটিক্স এর ১হাজার টাকা সহ মোট ৯হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী। এসময় থানার এসআই এরশাদ আলী, ভ্রাম্যমাণ আদালতের পেশকার আব্দুর রহমান সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন