প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৩ ২২:১১

গাবতলীতে মেয়র সাইফুলের নেতৃত্বে পৌর বিএনপির মশাল মিছিল

দুদিনের হরতাল সফলের লক্ষ্যে
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে মেয়র সাইফুলের নেতৃত্বে 
পৌর বিএনপির মশাল মিছিল

বিএনপির ডাকা দুদিনের হরতাল সফল করার লক্ষ্যে ১৮নভেম্বর শনিবার সন্ধ্যারাতে বগুড়ার গাবতলী পৌর সদরে পৌর বিএনপির উদ্যোগে এক মশাল মিছিল বের হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক, থানা বিএনপির সদস্য পৌর মেয়র সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি আতিয়ার রহমান আতোয়ার, মতিউর রহমান মতি, আফছার আলী মিজু, আ: গফুর শাহ্, ইস্কেন্দার আলী ময়না, আবু হাসনাত সাহিন, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তরিকুল ও তাজুল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, কৃষিবিষয়ক সম্পাদক নুরুজ্জামান সজল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুবদল নেতা মাহরুফ সম্্রাট, তাজুল, দৌলত, নিপুল, সাব্বির, ছনি, সোহাগ আহম্মেদ, সজল, পলাশ, বাবু, বিপ্লব, রাজিব, মোহন, এজাজুল, তরিকুল, মান্নান, পেস্তা, বেলাল, দীপু, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল, সহ-সভাপতি জিল্লুর রহমান ও বাবু, সাধারণ সম্পাদক আনিছার রহমান, যুগ্ম সম্পাদক আরিফুল, সাংগঠনিক সম্পাদক মর্নিং, শ্রমিকদল নেতা সিহাব, বাপ্পী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আ: আলীম শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক আ: গনি, ছাত্রদল নেতা আ: ওহাব, মোহন, আ: মমিন, অভি, কামাল, মেহেদী, সাঈদ, মঈনুল, নাহিদ, আলামীন, রিয়াদ প্রমুখ।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে