প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩ ২১:০০

গোবিন্দগঞ্জে অবরোধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জে অবরোধ হরতালের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল

সারা দেশে বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ-হরতালের নামে অগ্নি সংযোগ, গাড়ী ভাংচুর, মানুষ হত্যা ও নির্বাচন বানচালের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টায় একটি বিশাল বিক্ষোভ মিছিল কুঠিবাড়ি রোড থেকে বের হয়ে চতুরঙ্গ মোড়, ভাগ্যকুঠির মোড়, রাজমতি মোড়, থানা মোড়, প্রধানপাড়া মোড় হয়ে এনসিডিপি মার্কেটের সামনে এসে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল।
গোবিন্দগঞ্জ চারমাথায় পথসভায় শাকিল আকন্দ বুলবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই মুহুর্তে বিএনপি-জামায়াত মিথ্যাচার শুরু করে সারা দেশে বিশেষ করে ঢাকায় আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে। তাঁরা বিদেশীদের দারস্ত হয়ে আগামী নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, তাদের সে সুযোগ দেয়া হবে না। রাজপথেই তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে। তাঁরা জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়, তাঁরা প্রমান করেছে তাঁরা দেশে শান্তি চায় না, উন্নয়ন চায় না।
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মন্ডল আতিক, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিচু, গুমানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পীরজাদা আবু সুফিয়ান, জিলহাজ সরকার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, যুগ্ন আহবায়ক বাবুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আলআমিন সরকার, সাপমারা যুবলীগের আহবায়ক তারিকুল বাশার দুলাল, ফুলবাড়ী যুবলীগের সভাপতি জীবন ম-ল, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মাষ্টার, কাটাবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আতাব্বর সরকার, যুগ্ন আহবায়ক রেজাউল করিম, গুমানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজ, শাখাহার যুবলীগের সভাপতি তারিফুজজ্জামান সাগর, উপজেলা তাঁতীলীগের সভাপতি ডা. আব্দুল মোমিন শেখ রুবেল, উপজেলা তাঁতীলীগের সহ-সভাপতি এনামুল হক, পৌর তাঁতীলীগের সহ-সভাপতি নুরনবী ইসলাম, উপজেলা মহিলা যুবলীগের সদস্য আইনুর নাহার সাথী, পৌর ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান মন্ডল আরিফ, যুগ্ন আহবায়ক মুন্নু রহমান মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আরাফাতুল ইসলাম আহন, উজ্জল প্রধান, যুবলীগ নেতা মিনহাজ সরকার, রুহুল আমিন শিহাব, মিলন সরকার, জুয়েল ইসলাম প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে