প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৩ ২২:৩৯

নামুজা ফাযিল মাদ্রাসায় আলিম পরীক্ষায় পাসের হাড় শতভাগ

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ এ
নামুজা ফাযিল মাদ্রাসায় আলিম
পরীক্ষায় পাসের হাড় শতভাগ

বারের এইচএসসি ও আলিম পরীক্ষায় নামুজা ফাযিল মাদ্রাসায় পাসের হাড় শতভাগ শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ প্রকাশ। জানা যায়, বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী নামুজা এসএসআই ফাযিল ডিগ্রি মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীর সংখ্যা ২০জন। পাস পরেছেন ২০জন। পাসের হাড় শতভাগ হওয়ায় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ প্রকাশ। অপরদিকে নামুজা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৫৪ জন, পাস করেছেন ১৪১ জন, এ প্লাস প্রাপ্ত ৪ জন, অকৃতকার্য হয়েছেন ১৩ জন, পাসের হার ৯২.২০ শতাংশ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে