প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩ ২২:৫৮

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনে আইটেক ডে উদযাপন

ষ্টাফ রিপোর্টার
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনে আইটেক ডে উদযাপন

নানা আয়োজনে ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহীর উদ্যোগে আইটেক ডে-২০২৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী নগরের স্বণামধন্য একটি রেস্তোরাঁয় দিনটিতে আলোচনা সভা ও অভ্যর্থনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিদের সাথে নিয়ে মোমবাতি প্রজ্জ্বলনসহ দিনটির গুরুত্ব পর্যালোচনা করে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাসসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও অভ্যর্থনা পরবর্তী দিনটিতে বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, ভারত প্রতিবছরই নানা পেশার মানুষের দক্ষতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময় করে। তারই আলোকে ভারতের স্বনামধন্য ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। বিভিন্ন পেশার মানুষ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও দক্ষ হয়ে ওঠে। বাংলাদেশ থেকে পাঁচ হাজার কর্তা-ব্যক্তি আইটেক প্রোগ্রামের মধ্যদিয়ে নিজেদের পেশাগত মান উন্নয়নে উপকৃত হয়েছেন। এই প্রোগ্রামটি সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে পরিচালিত হয়ে থাকে। যেখানে বাংলাদেশসহ ১৬০টির ও বেশী দেশের পেশাজীবিরা অংশগ্রহণ করে। শিক্ষা-সংস্কৃতিসহ সব পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে ভারত সহযোগিতা করে থাকে। ১৯৬৪ সালে ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা কৌশল কাঠামোর আওতায় ভারতের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে আইটেক কর্মসূচি প্রচলিত হয়। আইটেক সহযোগিতায় বাংলাদেশ প্রধানতম এবং গুরুত্বপূর্ণ অংশীদার।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে