প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:৩৯

বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিনদিনের বিজয় উৎসব

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের
 তিনদিনের বিজয় উৎসব

অসাম্প্রদায়িক চেতনায় আরো সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার তিনদিনের মহান বিজয় উৎসব এর কর্মসূচি গ্রহণ করেছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করার মধ্যে দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার তিনদিনের মহান বিজয় উৎসব শুরু হবে। এদিনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলী, সন্ধ্যায় বগুড়া শহীদ খোকন পার্কে শহীদ স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভার আয়োজন করা হয়। ১৫ ডিসেম্বর আলোচনা সভা, দেশগান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর শহীদ খোকন পার্কে সকাল ৭টায় শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও বিজয় উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনে উপ কমিটি গঠন করা হয়েছে। উপ কমিটির আহবায়ক হলেন লায়ন আতিকুর রহমান মিঠু, সদস্য সচীব এবিএম জিয়াউল হক বাবলা, সদস্য হাকীম এমএ মজিদ মিয়া, আসাদ হোসেন, এইচ আলিম, আসাদুর রহমান থোকন, মৌসুমী সুলতানা, রবিউল করিম হৃদয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার কার্য নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বগুড়া পদাতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। বক্তব্য রাখেন সহ সভাপতি যথাক্রমে লায়ন আতিকুর রহমান মিঠু, জিয়াউল হক বাবলা, সদস্য হাকীম এমএ মজিদ মিয়া, আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, দপ্তর সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আসাদুর রহমান থোকন, মৌসুমী সুলতানা, রবিউল করিম হৃদয় প্রমুখ। সভায় বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয় এবং সকল কর্মসূচিতে জোটভুক্ত সকল সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারি সংগঠন কর্তৃপক্ষকে আবেদন করতে বলা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে