প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৩ ২৩:১২

বগুড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বগুড়ায় শিশুদের মুখে খাওয়ানোর মধ্যে দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সকাল ৯টায় বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের ছাতিয়ানতলায় চকআলম কমিউনিটি ক্লিনিকে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষনা করেন। 

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কাম্পেইনের উদ্বোধন ঘোষণার পর জেলা প্রশাসক বেশ কিছু শিশুকে নিজ হাতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান। শিশুদের সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। 
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম, বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান, সাবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আসমা হক, মেডিকেল অফিসার ডা এসএম মামুন হাসান, মিডওয়াইফ শারমিন আকতার, জেলা পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম খান, প্রধান সহকারি মোছাঃ শামীমা আকতার, সেনেটারী ইন্সেপেক্টর ভবেশ চন্দ্র রায়, নিবারণ চন্দ্র (অবঃ), এমটি (ইপিআই) মোতাহার হোসেন, এফপিআই আসাদুজ্জামান, চকআলম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুরাইয়া আকতার, এইচ.এ রিয়াজুল হাসান, এফডাব্লিউএ আফসানা আকতারসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়েছে, বগুড়া জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৪ লাখ ৮৩ হাজার ২১১ শিশুকে। এরমধ্যে ৬ থেকে ১১ মাসের শিশু ৫৬ হাজার ৬৭০ জনকে এবং ১২ থেকে ৫৯ বছর বয়সী শিশু রয়েছে ৪ লাখ ২৬ হাজার ৫৪১ জন। জেলার ১০৯টি ইউনিয়নে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে পালন করা হয়েছে। জেলায় এবার ১০৯টি ইউনিয়নের ৩২৭ টি ওয়ার্ডে ২ হাজার ৬১৬টি অস্থায়ী কেন্দ্রে ও স্থায়ী ১১টি কেন্দ্রের টিকা খাওয়ানো হয়। এছাড়া জেলার ৪টি পৌরসভার ৩০টি ওয়ার্ডের ২৪০টি কেন্দ্রে ৪৮০ জন স্বেচ্ছাসেবক ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান। জেলায় মোট স্বেচ্ছাসেবী কাজ করেন সব মিলিয়ে প্রায় ১০ হাজার। আর সারা দেশে মোট ২ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৫০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে