প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ২২:১৭

শাজাহানপুরে আ.লীগ নেতার মৃত্যুবার্ষিকীতে যুবলীগের দোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
শাজাহানপুরে আ.লীগ নেতার মৃত্যুবার্ষিকীতে যুবলীগের দোয়া

বগুড়া শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালেবুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে উপজেলা যুবলীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাদযোহর উপজেলা জামে মসজিদে এ দোয়া  অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু,উপজেলা আওয়ামী সহ সভাপতি নাসির উদ্দীন বাবলু,নজরুল ইসলাম,জহুরুল ইসলাম,সাইফুল ইসলাম,মাহফুজার রহমান বাবলু,আলী আতোযার তালুকদার ফজু,মিনহাজ উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন,সাংগঠনিক সম্পাদক ফজলুর হক মোল্লা,প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন,বিজ্ঞান বিষয়ক সম্পাদক কামাল হোসেন,যুব ও ক্রীড়া সম্পাদক মুহিদুল ইসলাম নিশাদ,প্রচার সম্পাদক মনির হোসেন ময়না,সদস্য আব্দুল ওয়াদুদ মুকুল,মনির হোসেন,আবু সুফিয়ান সুমন,সাহেব আলী,

উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ,সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,জেলা যুবলীগের সহসম্পাদক আব্দুল আলিম,

প্রচার সম্পাদক বিপ্লব হোসেন বিপুল,দপ্তর সম্পাদক আরিফ আজাদ পলাশ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন,উপজেলা আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন বাচ্চু,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ যথাক্রমে গাজিউল হক গাজী,ইউসুফ হাজী,ওয়ালিয়ুর রহমান,আজিজার রহমান,ছানাউল হক ছানা,মোমিনুল হক মুক্তা,গোলাম রব্বানী,আবুল বাশার,যুবলীগের সদস্য শাহাদাত হোসেন,দেলোয়ার হোসেন,শফিকুল ইসলাম,আরিফ হোসেন উপজেলা আওয়ামী ও যুবলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য-শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম গত বছরে ১২ ডিসেম্বর মধ্যে রাতে ভারতের মুম্বাইয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি এক স্ত্রী, তিন ছেলে ও নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেযান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে