প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৩ ২২:৩৪
বগুড়ায় নবান্ন উৎসবে প্রকাশ শৈলীর সঙ্গীতানুষ্ঠান
ষ্টাফ রিপোর্টার

বগুড়া পৌর পার্কের রোমেনা আফাজ মুক্তমঞ্চে বগুড়া শিশু নাট্যদল আয়োজিত নবান্ন উৎসবে সঙ্গীতানুষ্ঠান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেছে প্রকাশ শৈলী। ১৩ ডিসেম্বর প্রকাশ শৈলীর শিল্পীরা সন্ধ্যায় সঙ্গীতা অনুষ্ঠান করে। এতে অংশগ্রহণ করে নাসরাহ, অপর্ণা, অনন্যা, রুতবা, অরনী, আরিয়ান, বৈভব, স্নেহা, মিঠি, নীল, লক্ষী, বর্ষ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন নির্মল চন্দ্র রায়, সার্বিক নির্দেশনা প্রদান করেন প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন