বগুড়ায় আ.লীগের ৩ প্রার্থীসহ ১১ জনের প্রার্থীতা প্রত্যাহার

জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় শরিক দল জাতীয় পার্টি ও জাসদকে ৩ টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এছাড়াও জাকের পার্টির ৬ জনসহ ১১ প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
রোববার শেষ দিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের মাধ্যমে তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
প্রার্থীতা প্রত্যাহারকারীরা হলেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাকের পার্টির আজগর আলী ফকির ও আওয়ামী লীগের তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জাকের পার্টির গোলাম মোস্তফা ও আওয়ামী লীগের সিরাজুল ইসলাম খান রাজু,, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাকের পার্টির আব্দুর রশিদ ও আওয়ামী লীগের হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ (শেরপুর-ধনুট) আসনের জাকের পার্টির মাসুম রানা ওয়াসীম, বগুড়া-৬ (সদর) আসনের জাকের পার্টির ফয়সাল বিন শফিক ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের জাকের পার্টির নাজির মাহমুদ রতন আর স্বতন্ত্র প্রার্থী ফারুক আহম্মেদ।
আগামী ৭ জানুয়ারি সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। বগুড়ায় ৭টি সংসদীয় আসনে মোট ৮৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে ৬০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ৪ জন প্রার্থীতা ফিরে পান। এ নিয়ে মোট ৬৪ জন বৈধ প্রার্থীর মধ্যে আজ ১১ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন বগুড়ার ৭ টি সংসদীয় আসনে ৫৩ জন প্রার্থী লড়াই করবেন৷
বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সোমবার ৫৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন