গাবতলীতে বিজয় মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া গাবতলীর মালিয়াডাঙ্গা শহীদ সাইফুল ইসলাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী বিজয় মেলা ও ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মেলা ও ঘোড় দৌড় প্রতিযোগিতার শেষেদিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপদেষ্টা ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আ’লীগ মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোস্তফা আলম নান্নু। বক্তব্যে তিনি বলেন, ঘোড় দৌড় প্রতিযোগিতা বাঙ্গালীর সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের কাছে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন। বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী ফকিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বালিয়াদিঘী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ জ্যাকি প্রাং ও শহীদ সাইফুল ইসলাম স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মিনহাজুল ইসলাম সুমেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, বালিয়াদিঘী ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান দুলু, শহীদ সাইফুল ইসলাম স্পোর্টিং ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম সোহেল, আরিফুল ইসলাম রতন, ক্লাবের ফজলার রহমান প্রাং, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া প্রমুখ। শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উক্ত ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার নারী-পুরুষের সমাগম ঘটেছিল।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন