প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:৪৪

দুপচাঁচিয়ার চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ার চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের চকশোলা টাইগার ক্লাবের উদ্যোগে দুই দিন ব্যাপী নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, বিচিত্রা অনুষ্ঠান, সাবেক তালোড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, কৃতি ছাত্র-ছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান। এ উপলক্ষ্যে গত রোববার সন্ধ্যায় ক্লাব চত্বরে তালোড়া ইউ.পি চেয়ারম্যান ও অত্র ক্লাবের উপদেষ্টা সদস্য আলহাজ্ব মেহেরুল ইসলামের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমানের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, ডাঃ এসএ মোকতাদ রাজু, বাংলাদেশ ব্যাংক বগুড়ার অবসরপ্রাপ্ত জয়েন্ট ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী কবিরাজ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার এসআই নিয়ামান নাসির, সজিব মাহমুদ, অত্র গ্রামের কৃতি সন্তান মেহফুজুল ইসলাম, ক্লাবের সভাপতি খন্দকার সালাহ্ উদ্দীন আহম্মেদ এ্যাপোলো প্রমুখ। শেষে ক্লাবের পক্ষ হতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র, কৃতি ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট, গুণীজন ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে