প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:৫৩

মান্দায় ওষুধ ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
মান্দায় ওষুধ ব্যবসায়ীদের নিয়ে সমাবেশ

ভেজাল ও নিন্মমানের ওষুধ বর্জনসহ সরকার নির্ধারিত মূল্যে মানসম্পন্ন ওষুধ বিক্রির নিশ্চায়তা প্রদানের লক্ষ্যে নওগাঁর মান্দায় ওষুধ ব্যবসয়ীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেমিষ্টস্ এ- ড্রাগিষ্ট সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা।  
বাংলাদেশ কেমিষ্টস্ এ- ড্রাগিষ্ট সমিতি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স হাসান ফার্মেসির স্বত্ত্বাধিকারী আবুল কাসেম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেমিষ্টস্ এ- ড্রাগিষ্ট সমিতি নওগাঁ জেলা শাখার সহসভাপতি কাজী সাদেকুর রহমান লিংকন, মান্দা উপ-শাখা কমিটির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহিন ও জয়নাল আবেদীন, সদস্য শহিদুল ইসলাম খন্দকার প্রমুখ।
শেষে আবুল কাসেমকে সভাপতি ও মাহবুব আলম শাহিনকে সিনিয়র সহসভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট কেমিষ্টস্ এ- ড্রাগিষ্ট সমিতি মান্দা উপ-শাখা কমিটি গঠন করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে