গাবতলীতে নাশকতা রোধে পুলিশী অভিযানে বিএনপির মিছিল পন্ড

বগুড়ার গাবতলীতে নাশকতা রোধে পুলিশের অভিযানে পৌর বিএনপির প্রস্তুতি মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুঁড়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে এবং পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে।
একাধিকসূত্র জানায়, গতকাল মঙ্গলবার ছিল বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। হরতাল চলাকালে উপজেলা বিএনপির সদস্য পৌর মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে পৌর সদরের পশ্চিমপার্শে¦ বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গাবতলী থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম হানা দিয়ে ওই মিছিলটি ছত্রভঙ্গ করে। পুলিশ উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে দুই রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোঁড়ে। পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, গাবতলী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে ছাত্রদল নেতা ফজলে রাহী (২২), সোন্দাবাড়ী গ্রামের নূরে আলম সিদ্দিকী (৩৫) এবং পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহেল বাকীর ছেলে জালাল হোসেন (৩৫)। এ ব্যাপারে পৌর মেয়র সাইফুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচী পালনের লক্ষ্যে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। নেতাকর্মীরা ভয়ে দ্বিকবিদিক ছুটে যায়। পুলিশ এ সময় রাহী নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পিকেটারদের ছত্রভঙ্গ করতে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাবার বুলেটের ২রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করা হয়েছে। এ সময় ৩জন পিকেটারকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন