প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৩ ২২:০২

কুড়িগ্রামে ৪০ কেজি গাঁজা ৩৭০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রামে ৪০ কেজি গাঁজা ৩৭০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার

কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক নির্মূলের ধারাবাহিক বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা ৩৭০ পিস ইয়াবা উদ্ধারসহ কুখ্যাত ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশ।

আজ ১৯ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, কুড়িগ্রাম নাগেশ্বরী থানার পুলিশ ভোর রাতে নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের চিন্তার চর গ্রামস্থ স্কুলের হাট  থেকে পাখির হাট গামী পাঁকা রাস্তার উপর হতে ফুলবাড়ী থানার কাশিপুর গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম'কে ৪০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটো জব্দ করা হয়।

অপরদিকে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানাধীন বঙ্গসোনাহাট ইউপির অন্তগত ভূরুঙ্গামারী হতে কুড়িগ্রাম গামী ছাইতনতলা নামক স্থান থেকে ভূরুঙ্গামারী ইসলামপুর গ্রামের কুখ্যাত মাদক কারবারি পূর্বের একাধিক মাদক মামলার আসামী মোঃ শহিদুল শিকদার (৪১)'কে ৩৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেলও জব্দ করে ডিবি পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট পৃথক পৃথক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  দুটি পৃথক মামলা রজু করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি শহিদুল শিকদারের বিরুদ্ধে বগুড়া ও জামালপুর জেলায় পূর্বের দুটি মামলা রয়েছে। এবং উক্ত ঘটনায় তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক নির্মূলে সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে