ভোটাররা যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে জেলা প্রশাসক বগুড়া ও রিটার্নিং অফিসার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের সজাগ দৃষ্টি ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। শুধু তাই নয়, ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখা, সকল প্রার্থীর প্রতি সমান আচরণ, পেশী বা দলীয় শক্তির প্রভাবকে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় কঠোর হস্তে দমন করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে হবে। গত ২১ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সিনিয়র বগুড়া জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ও দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের(প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার) প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর পরিচালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন