প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৩ ২৩:০১

কাহালুতে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ১৮ লাখ টাকার পোনা মাছ নিধন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
কাহালুতে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে 
                                ১৮ লাখ টাকার পোনা মাছ নিধন

বগুড়ার কাহালুতে ৯ বিঘা আয়তনের একটি চাষকৃত পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ২শ’মণ মাছের পোনা নিধন করা হয়েছে।
       সরেজমিনে ঘটনাস্থল উপজেলার পোড়াপাড়া সমান্তহার গ্রামের মাদাপুকুর গিয়ে জানাযায়, ৯ বিঘা আয়তনের পুকুরটি একই এলাকার জনৈক  ব্রাজিল নামক মৎস্য চাষী লীজ পত্তনী নিয়ে দীঘদিন যাবত মাছ চাষ করে আসছেন। গত বৃহস্পতিবার ভোর রাতে কে বা কাহারা শত্রুতা করে পুকুরটিতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে, পাঙ্গাস,রুই,কাতলা,মৃগেল, তেলা পুয়া, ব্রিগেড সহ বিভিন্ন প্রজাতির প্রায় ২শ’ মণ মাছের পোনা নিধন করে। ফলে মৎস্য চাষীর ১৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে এলাকাবাসী মন্তব্য করেন।
                  মৎস্য চাষী ব্রাজিলের মা আনুঞ্জুয়ারা বেগম জানান তার ছেলে ব্রাজিল কারাগারে থাকার সুযোগে কে বা কাহারা শত্রুতা করে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে তার ছেলের সর্বনাশ করেছেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে