শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সারথী হয়ে থাকবো -ডাঃ নান্নু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডাঃ মোস্তফা আলম নান্নু বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি হিসেবে আপনাদের মাঝে পাঠিয়েছেন। সে জন্য আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি সব সময় জনগণ, দল ও নেতাকর্মীদের সঙ্গে আছি এবং থাকবো। সর্বদা আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় সারর্থী হয়ে থাকবো। তিনি বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। এই অগ্রযাত্রা কেউ থামিয়ে রাখতে পারবে না। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ধারাবাহিকতা রক্ষায় সকলকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে গাবতলী উপজেলা কৃষকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে নির্বাচনী বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহানুর আলমের পরিচালনায় সভায় বিশেষ
অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বাধীন, ধর্মবিষয়ক সম্পাদক মশিউর আলম রিপন, আ’লীগ নেতা মাহবুব মিলটন, নজরুল ইসলাম বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন পৌর যুবলীগ নেতা ছঈম সরকার প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন