প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৩ ২২:৫৬

বগুড়া ঝোপগাড়ি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো জেলা আঞ্চলিক ইসতেমা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া ঝোপগাড়ি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত 
হলো জেলা আঞ্চলিক ইসতেমা

হাজারো মুসল্লিার আল্লাহু আকবর ধ্বন্বিতে মুখরিত ইসতেমা ময়দান বগুড়া ঝোপগাড়ি আঞ্চলিক জেলা ইসতেমা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ইন্ডিয়ার নিজামুদ্দিনের তত্ত্বাবধানে ঢাকা কাকরাইল মসজিদের নির্দেশনায় বগুড়া জেলা মারকাজ মসজিদের আয়োজনে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শান্তিপূর্ণভাবে হাজার হাজার মুসল্লি ইবাদত, জিকির, আজগার দোয়া খায়েরের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। ইজতেমার আখেরি মোনাজাতে ধর্মপাগল মুসল্লিদের সঙ্গে শরিক হন বগুড়ার ৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। শনিবার দুপুর সাড়ে বারোটায় আখেরি মুনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইলের সূরা সদস্য এবং মুকিম হযরত মাওলানা মোশারফ হোসেন সাহেব। ইজতেমা পরিচালনা কমিটির সূরা সদস্য হাফেজ ওয়াজিবুল্লাহ জানান, ইজতেমায় হাজার হাজার মুসল্লিদের সমাগমে মুখরিত হয়ে শান্তিপূর্ণভাবে এজতেমার সমাপ্ত হয়েছে। আল্লাহ পাকের হুকুম আহকাম এবং ধর্মের বাণী নিয়ে তারা দেশব্যাপী মানবজাতির কল্যাণের জন্য নিজেদের পরিবর্তন ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে জামাত বন্দী হয়ে বেরিয়ে পড়েছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে