প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৩ ২২:২৬

গ্রামীণ নারীরাও ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হয়ে রেমিট্যান্স আয় করছে --যুগ্ম-সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
গ্রামীণ নারীরাও ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হয়ে রেমিট্যান্স আয় করছে
--যুগ্ম-সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কাজী মোখলেছুর রহমান বলেছেন, সফ্টওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড ৪ শতাধিক শিক্ষিত বেকারকে তথ্য-প্রযুক্তি বিষয়ক কর্মসংস্থানে যুক্ত করেছেন। তাদের অনেকেই গ্রামীণ নারী। শুধু এসইও এক্সপাটি নয়, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও স্মার্ট বাংলাদেশ গড়তে আরও নতুন  নতুন উদ্যোক্তা তৈরি হতে হবে। তাহলে দেশে কোন বেকার থাকবেনা।

গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে বগুড়া শাজাহানপুরে এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড আয়োজনে ৫'শতাধিক ফ্রিল্যান্সারদের সঙ্গে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ফ্রিল্যান্সারদের সাথে মতবিনিময় সভা”য় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপদেষ্টা হাসানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) এম এ আখের, যুব ও ক্রীড়া মন্ত্রাণলয়ের উপ-সচিব শাহানা সুলতানা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সেলিমুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন। 

এসময় এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড এর পরিচালক রাজিয় সুলতানা, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলী, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কর্মকর্তা আরিফা আশরাফ, রেজওয়ান রিফাত, সাদিয়া আফরিন, শাকিল আহমেদ, মনিরুল ইসলাম, জাহিদ হাসান সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও এসইও এক্সপাটি বাংলাদেশ লিমিটেড এর অন্যান্য অফিস থেকে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে