প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৩ ২১:১১

নন্দীগ্রামে বাড়ির দরজার শিকল কেটে গরু চুরি

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-
নন্দীগ্রামে বাড়ির দরজার শিকল কেটে গরু চুরি

বগুড়ার নন্দীগ্রামে বাড়ির বাড়ির দরজার শিকল কেটে আবারো গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এবার গরু চুরির ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামের ইসহাক আলীর ছেলে মো: হাবিব হোসেনের বাড়িতে। দুটি গুরুর মূল্য আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকা, দুটি গরু চুরি হওয়ায় মাথায় পড়েছে কৃষক হাবিবের। হাবিব হোসেন এই প্রতিনিধিকে জানান, গত সোমবার রাতে বাড়ির দরজা লক করে সবাই ঘুমিয়ে পড়ি। রাত দুইটার দিকে উঠে দেখি গোয়ালে রাখা একটি গাভী ও একটি ষাঁড় গরু দুটি গরুই আর নেই। পরে দেখতে পারি বাড়ির মুলগেটের  শিকল কেটে চোর চুরি করে নিয়ে গেছে অনেক খোঁজা খুঁজির পরেও কোথাও গরু দুটি পাওয়া যায়নি। হাবিব আরো বলেন এই গরু দুটিই ছিল আমার সংসারের আয় রোজগারের পুঁজি, অনেক কষ্টে লালন পালন করছিলাম আর কিছুদিন পরেই বিক্রয় করতাম কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। দুটি গরু চুরি হওয়ায় আমার প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন বলেন, গরু চুরি হওয়ার খবর শুনেছি অত্যান্ত গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে