প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৩ ২১:১৩

শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের মাঝে রেইনকোড বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম
পুলিশদের মাঝে রেইনকোড বিতরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রাজস্ব তহবিলের আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে রেইনকোড বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার এই রেইনকোড বিতরণ করেন। উক্ত বিতরণ অনুষ্ঠানে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রাম পুলিশ তৃর্ণমূল পর্যায়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। গ্রাম পুলিশরা বিভিন্ন ভাবে প্রশাসনকে সহযোগিতা করে থাকেন। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা গ্রাম পুলিশের মাধ্যমে বিভিন্ন আইনী সহায়তা নিয়ে থাকেন। অপরাধ দমনে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। তাই বর্তমান সরকার গ্রাম পুলিশদের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং যায়যায়দিন শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি  সোহেল আক্তার মিঠু, প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, অফিস সহকারি আনোয়ার হোসেন, শুভ মোহন্ত, গ্রাম পুলিশ এ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক আফজাল হোসেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে