মান্দায় প্রতিপক্ষের হুমকির মুখে নিরাপত্তাহীন এক পরিবার

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এক পরিবার। ঘটনায় ভুক্তভোগী পরিবার মান্দা থানায় একটি অভিযোগ দিয়েছে।
ভুক্তভোগী ব্যক্তির নাম মকছেদ আলী প্রামাণিক। তিনি মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী মকছেদ আলী বলেন, ‘পারিবারিক জমিজমা নিয়ে প্রতিবেশী আব্দুল লতিফের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে নওগাঁ আদালতে একাধিক মামলা চলছে। গত শনিবার আমার ভোগদখলীয় সম্পত্তিতে মাটি ভরাটের কাজ করার সময় প্রতিপক্ষ আব্দুল লতিফ বাধা প্রদান করে।’
মকছেদ আলী অভিযোগ করে বলেন, ‘এনিয়ে প্রতিপক্ষ আব্দুল লতিফ আমার সঙ্গে বাগ্বিত-ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে আমাকে খুন-জখমসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকি দেয়। এ অবস্থায় প্রতিপক্ষের হুমকির মুখে পরিবারের সদস্যদের নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ প্রসঙ্গে প্রতিপক্ষের আব্দুল লতিফ বলেন, ‘বিবাদমান জমির পরিবর্তে মকছেদ আলীকে অন্যত্র সমপরিমাণ জমি দেওয়া হয়েছে। এর পরও বিবাদমান জমির দখল ছাড়ছে না। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাগ্বিত-া হয়েছে। হুমকি ও মিথ্যা মামলায় জড়ানোর বিষয়টি সঠিক হয়।’
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য থানার সহকারী উপপরিদর্শক রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন