প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০৩

গাবতলীতে সংখ্যালঘুর জমি জবর দখলের চেষ্টা

প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
গাবতলীতে সংখ্যালঘুর জমি
জবর দখলের চেষ্টা

বগুড়ার গাবতলীতে শ্রী মনিলাল রবিদাস (৭৪) নামের এক বৃদ্ধের ৪৪বছরের দখলীয় সম্পত্তি জবরদখলের চেষ্টা করেছেন বালিয়াদিঘী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ জ্যাকি। ঘটনাটি ঘটেছে গত ২৭ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তরনীহাট এলাকায়। 
থানায় লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, উল্লেখিত তরনীহাট গ্রামের মৃত রূপচান রবিদাসের ছেলে মনিলাল রবিদাস বিগত ৪৪বছর আগে সাড়ে ১৭শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। কিন্তু বালিয়াদিঘী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ জ্যাকির হুকুমে একই গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে ওই জমির মালিকানা দাবী করে গত ২৭ডিসেম্বর সকাল ১০টায় বিভিন্ন ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মনিলাল রবিদাসের বসতবাড়ী ভাংচুর করে ৩লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় বাধা দিতে এলে প্রতিবেশি মজনু সরকার (৪৫) ও মুক্তার (২২)কে রড ও বাঁশের লাঠি দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে। এরপর ওই হামলাকারীরা মনিলাল রবিদাসের ছেলে স্বপনের মোটর সাইকেল সার্ভিসিং ও ভল্কানাইজিং এর দোকান ভাঙচুর করে। এ ঘটনায় উপজেলা আদিবাসী ও সংখ্যালঘু সংগঠনের সাধারণ সম্পাদক ভুক্তভোগী মনিলাল রবিদাস বাদী হয়ে শাহ নেওয়াজ জ্যাকিকে হুকুমের আসামী করে ৫জনের নামে থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস.আই ইফতেখারুল জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে