গাবতলীতে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র এমপি প্রার্থী বাদলের মতবিনিময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৭ নির্বাচনী এলাকা (গাবতলী- শাজাহানপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সরকার বাদল (ঈগল মার্কা) গাবতলী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি রায়হান রানা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান ও সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন মন্ডলের পরিচালনায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আবু মুসা, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লাকী, বর্তমান সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আকন্দ, নির্বাহী সদস্য নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক আতোয়ার রহমান বিপ্লব, নির্বাহী সদস্য শামিউল ইসলাম, সদস্য মানিক ইসলাম, সাংবাদিক রিয়াজ, তোহাব, রিপন, সৈকত, শ্যামল প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন