প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২৪ ২৩:৫৮

দুপচাঁচিয়ায় ৫৭টি কেন্দ্রে পুলিশ ও আনসারের ৭৪১জন সদস্য দায়িত্ব পালন করবেন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় ৫৭টি কেন্দ্রে পুলিশ ও আনসারের ৭৪১জন সদস্য দায়িত্ব পালন করবেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের দুপচাঁচিয়ায় ৫৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া লক্ষ্যে নির্বাচন কমিশন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। ৫৭টি কেন্দ্রে ৫৭জন প্রিসাইডিং অফিসার, ৩’শ ৪০জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৬’শ ৮০জন পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন। ভোটাররা যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১জন করে পুলিশ সদস্য ও ১২জন করে(৮জন পুরুষ ও ৪জন মহিলা) আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গে র‌্যাব, বিজিবি ও পুলিশের টহল টিম আইন শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৩জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এছাড়া বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী পুরো নির্বাচনী এলাকায় টহল দিবেন। এ আসনে মোট ভোটার ৩লাখ ২৪হাজার ৪’শ ২৭জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৬২হাজার ৭০জন ও মহিলা ভোটার ১লাখ ৬২হাজার ৩’শ ৫৫জন এবং তৃতীয় লিঙ্গের ২জন ভোটার। এ আসনে দলীয় ও স্বতন্ত্র সহ মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, নিবার্চন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে।  
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জান্নাত আরা তিথি জানান, এ উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে