প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ২১:১০

পলাশবাড়ীতে এমপির বাড়ী ও গাড়ীতে হামলা ভাংচুর

প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পলাশবাড়ী প্রতিনিধি
পলাশবাড়ীতে এমপির বাড়ী ও গাড়ীতে হামলা ভাংচুর

গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: উম্মে কুলছুম স্মৃতি এমপি বাস ভবন ও গাড়ীতে হামলা চালিয়েছে বিএনপি জামায়াত নেতাকর্মীরা। 

৬ জানুয়ারী বিকেল ৪ টায় পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকার বাসায় এ হামলা চালানো হয়।এসময় তার বাসায় সামনে রাখা একটি গাড়ীতে ব্যাপক ভাংচুর চালানো হয়।এসময় সংসদ সদস্য তার নিজ বাস ভবনে অবস্থান করছিলেন বলে জানাযায়।

প্রত্যাক্ষদর্শীরা জানান ৬ জানুয়ারি বিকেল ৪ টার দিকে বিএনপি জামায়াতের একটি মিছিল স্থানীয় সাথী হলের সামন থেকে বের হয়ে কালীবাড়ি বাজার এলাকায় এমপির বাসার সামনে পৌছিলে মিছিল থেকে এমপির বাসা উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।

হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব ও আওয়ামিলীগ নেতাকর্মী  সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল করে।

হামলার ঘটনায় সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলছুম স্মৃতি এমপি বলেন তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন বলেন হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে