প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৪ ২১:১৩

রাণীনগরে পুকুরের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার রাণীনগর :
রাণীনগরে পুকুরের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে পুকুরের মাছ ধরার জন্য বিদ্যুৎচালিত মটর দিয়ে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঞ্জু সরদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত যুবক রঞ্জু সরদার গোনা মধ্যপাড়া গ্রামের মৃত মনির উদ্দীন সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে ছোট পুকুর থেকে মাছ ধরার জন্য শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পুকুর পাড়ে মটর সেট করছিল রঞ্জু। এ সময় মটরে বিদ্যুৎ সংযোগ দিলেও মটরে পানি উঠছিল না। এমতাবস্থায় মটরের বিদ্যুতের তাঁর চেক করতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুবক রঞ্জুকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবক রঞ্জুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে