বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেদীর বিজয়

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে গত ৭জানুয়ারি রোববার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে ঘন কুয়াশা ও প্রচন্ড শীত হওয়ার কারণে সকালে ভোট কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি ছিল না। তবে বেলা বাড়ার পরপরই ভোট কেন্দ্রে ভোটারদের দেখা যায়। নির্বাচনে ৬৯হাজার ৭’শ ৫০ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন(ট্রাক) বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামলীগের সহসভাপতি অজয় কুমার সরকার(কাঁচি) পেয়েছেন ২৩হাজার ৮’শ ১৫ ভোট । এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগের ছেড়ে দেওয়া আসনে জাতীয় পার্টির আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার(লাঙ্গল) পেয়েছেন ১০হাজার ৫’শ ২৩ ভোট। এ আসনে ৩লাখ ২৪হাজার ৪’শ ২৭ ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ১লাখ ১৫হাজার ৭৩। বাতিল ভোট ৫হাজার ৯’শ ৬৬। ভোট প্রদানের হার ৩৭.৩০।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন