প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২৪ ০৩:১৪

বগুড়া-৪ আসনে রেজাউল করিম তানসেন সংসদ সদস্য নির্বাচিত

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-
বগুড়া-৪ আসনে রেজাউল করিম তানসেন সংসদ সদস্য নির্বাচিত

বগুড়া-০৪ আসনে রেজাউল করিম তানসেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। রেজাউল করিম তানসেন নৌকা প্রতিকে ৪২৭৫৭ ভোট পেয়েছেন অপরদিকে জিয়াউল হক মোল্লা ঈগল প্রতিকে ৪০৬১৮ ভোট পেয়েছে। ২১৩৯ ভোটের ব্যবধানে রেজাউল করিম তানসেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রকাশের মধ্যদিয়ে বগুড়া-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নন্দীগ্রাম উপজেলার ৩৯টি কেন্দ্রে উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর  কঠোর নিরাপত্তার  মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে