প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৪ ২৩:০৫

গাবতলীতে গ্রামীন ব্যাংকে দুর্ধর্র্ষ চুরি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে গ্রামীন 
ব্যাংকে দুর্ধর্র্ষ চুরি

বগুড়া গাবতলীর সুখানপুকুর গ্রামীন ব্যাংক শাখায় ২টি মোটরসাইকেল এবং নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে গ্রামীন ব্যাংকে এ ঘটনা ঘটে। 
জানা গেছে, গাবতলীর সুখানপুকুরে গ্রামীন ব্যাংক রয়েছে। ব্যাংকের ম্যানেজার ও মাঠকর্মীরা প্রতিদিনের ন্যায় অফিসের সকল কাজ শেষে মঙ্গলবার রাতে ওই ব্যাংক অফিসের ২য়তলায় ঘুমিয়ে পড়েন।  এ সময় নাইট গার্ড স্থানীয় নতুরপাড়া গ্রামের বুলু মিয়াও ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে একদল চোর ওই ব্যাংকের নাইট গার্ডের রুমের দরজার বাহির থেকে হ্যাজবল লাগিয়ে দেয়। এরপর জানালার গ্রিল কেটে ও অন্য পার্শ্বের দরজায় ক্যাচিগেটের তালা ভেঙে মাঠকর্মীর ২টি ডিসকভার মোটর সাইকেল এবং ভিতরের খুলে রাখা ভল্ট হতে ১৭হাজার ৬শত ২৫ টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। স্থানীয়রা জানায়, ব্যাংকের ম্যানেজার ও নৈশ প্রহরীর দায়িত্ব অবহলোর কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী ও মডেল থানার ওসি আবুল কালাম আজাদ। এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার আ: বাছেদ জানান, চুরির ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে