গাবতলীতে প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা

বগুড়ার গাবতলীতে এক বুদ্ধি প্রতিবন্ধী (১৭)কে ধর্ষণের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত জাকারিয়া ইসলাম (৩২)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত ৭ডিসেম্বর রোববার বিকেল ৪টায় উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের দয়ারামপুর গ্রামে শিম ক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলাসূত্রে জানা গেছে, গত ৭ডিসেম্বর রোববার বিকেল ৪টায় উল্লেখিত দয়ারামপুর গ্রামে বাদীর বুদ্ধি প্রতিবন্দী মেয়েকে টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে বিকেল ৪টায় তাদের শিম ক্ষেতে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই বুদ্ধি প্রতিবন্ধীর মা মেয়েকে বাড়ীতে না পেয়ে শিম ক্ষেতে গেলে অভিযুক্ত জাকারিয়া পালিয়ে যায়। এ সময় মা তার মেয়েকে অর্ধ উলঙ্গ অবস্থায় উদ্ধার করে বাড়ীতে আনে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত জাকারিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত জাকারিয়া দয়ারামপুর পশ্চিমপাড়া গ্রামের আ: হামিদের ছেলে। এ ব্যাপারে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ সংক্রান্ত বিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত জাকারিয়াকে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন