আমি কালাই ক্ষেতলাল আক্কেলপুরের কামলা এমপি নয়

জয়পুরহাট-২ আসনে আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী ৫ম বার বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন টানা ৩য় বারের (হ্যাটট্রিক) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা ৩য় বারের (হ্যাটট্রিক) এমপি নির্বাচিত হওয়ায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বাসি মঙ্গলবার বেলা ১২ টায় মাত্রাই বাজারে গণ সংবর্ধনার আয়োজন করেন। গণ সংবর্ধনায় তারা এমপি স্বপনকে গামছা উপহার দিয়ে বরণ করে নেয়।
হুইপ স্বপন বললেন, ৫ বছরের জন্য কালাই,ক্ষেতলাল, আক্কেলপুর বাসী আমার মনিব। আমার মনিবরা আমাকে কামলা নিযুক্ত করে গামছা উপহার দিয়েছেন, আমি মেনে নিয়েছি। আপনারা আমার মনিব আমি আপনাদের কামলা। কালাই,ক্ষেতলাল, আক্কেলপুর মানুষ আমাকে শুধু ভোট দেননি। আমার জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা চেয়েছেন। আমার গায়ের চামড়া দিয়ে আপনাদের পায়ের জুতা বানিয়ে দিলেও এঋন কখনো শোধ করতে পারবোনা। এমন বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পরেন।
গত ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ১ লক্ষ ৫২ হাজার ৩৩৭ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী (স্বতন্ত্র) গোলাম মাহফুজ অবসর চৌধুরী ৩২ হাজার ২৫৭ ভোট পেয়েছে। ১লক্ষ ২০ হাজার ৮০ ভোট পেয়ে ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয় স্বপন এমপি।
কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন এর নেতৃত্বে এ গনসংবর্ধনায় উপস্থিত ছিলেন, কালাই, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ মাত্রাই ইউনিয়নের বিপুল সংখ্যক নারী পুরুষ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন