গাবতলীতে দোকানের মালামাল লুট

বগুড়ার গাবতলীতে দোকানঘরের মালামাল লুট করার অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তরনীহাট এলাকায় এই ঘটনা ঘটে।
থানায় লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার রানীরহাট গ্রামের মৃত আহসান উল্লাহ মন্ডলের ছেলে মাহমুদ হাসানের গাবতলীর তরনীহাটের সিএনজি ষ্ট্যান্ডে একটি দোকানঘর রয়েছে। গত ৬জানুয়ারী সন্ধ্যা ৬টায় স্থানীয় কালাইহাটা গ্রামের কতিপয় ব্যক্তি ওই দোকানে রাখা রড, সিমেন্ট, বালি, অন্যান্য নির্মাণ সামগ্রী ও টিনের চালা লুট করে। এতে প্রায় ৪লক্ষাধিক টাকা ক্ষতিসাধন হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় মাহমুদ হাসান বাদী হয়ে গত ১০জানুয়ারী কালাইহাটা গ্রামের ভাসানী ওরফে পলাশ (৩০) ও সাদ্দাম হোসেন (২৮) এর নাম উল্লেখ করে এবং ১৫/২০জনকে অজ্ঞাত বলে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই বারিক বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন