প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৪ ২২:৪৪

শাজাহানপুরে শাহ্ রওশন জালাল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের প্রতিবাদে এলাকাবাসির অবস্থান

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
শাজাহানপুরে শাহ্ রওশন জালাল 
উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের 
প্রতিবাদে এলাকাবাসির অবস্থান

বগুড়ার শাজাহানপুরে লক্ষ্মীকোলা শাহ্ রওশন জালাল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের প্রতিবাদে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত আধাঘণ্টা বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসি। 
মাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু’র সভাপতিত্বে অবস্থান অন্যান্যের মধ্যে অংশ নেন বিদ্যালয় মানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল কাদের, অভিভাবক সদস্য মলি বেগম, মাদলা ইউপি’র সাবেক মেম্বার আজিজার রহমান, সাবেক সভাপতি রেজাউল করিম তোতা, প্রাক্তন শিক্ষার্থী জহুরুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ। তারা বলেন, লক্ষ্মীকোলা শাহ্ রওশন জালাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাসিবুর রহমান ওরফে বাদল কাজী এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ম্যানেজিং কমিটির সদস্যদের ভুল বুঝিয়ে রেজুলেশন বহির কয়েকটি ফাঁকা পৃষ্ঠায় স্বাক্ষর নেয়। পরবর্তীতে ওই ফাঁকা রেজুলেশনে কর্মচারি নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত লিপিবদ্ধ করে এবং প্রায় ৫০ লাখ টাকার নিয়োগ বানিজ্য করে ৩ জন কর্মচারি নিয়োগ দেন। তারা আরও বলেন, এমন সীমাহীন দুর্নীতি ও অনিয়ম চলতে থাকলে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি ধ্বংস হয়ে যাবে। তাই প্রতিষ্ঠান রক্ষায় নিয়োগ বানিজ্যসহ সকল দুর্নীতির তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এলাকাবাসি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। অপরদিকে নিয়োগ বানিজ্যের বিষয়টি অস্বীকার করে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসিবুর রহমান ওরফে বাদল কাজী জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় কোন অনিয়ম করা হয়নি। সরকারি বিধি মোতাবেক কর্মচারি নিয়োগ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে