প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৪ ২৩:০৪

ধুনটে নারী হেরোইন ব্যবসায়ীসহ ২ জন গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে নারী হেরোইন ব্যবসায়ীসহ
২ জন গ্রেফতার

বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে এক নারী হেরোইন ব্যবসায়ী সহ ২ জনকে গ্রেফতার করেছে। রবিবার সকাল ১০টার দিকে ধুনট হাসপাতাল সড়কের পশ্চিমভরনশাহী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ধুনট চরপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের মেয়ে সুমি খাতুন (২৮) ও কাজীপুর উপজেলার বিয়ারা গ্রামের চাঁন মিয়ার ছেলে লালন (২৪)।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ধুনট হাসপাতাল সড়কের পশ্চিমভরনশাহী এলাকার পাকা রাস্তার উপর দাঁড়িয়ে দুই জন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুমি খাতুন ও লালনকে আটক করা হয়। পরে নারী পুলিশ দিয়ে সুমির দেহ তল্লাশী করে দুই গ্রাম হেরোইন এবং লালনের কাছ থেকে আরো এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের মধ্যে সুমি খাতুনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে